What to do to avoid accidents in the use of electronic devices on the plane? Check.

বিমানে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহারে দুর্ঘটনা এড়াতে কী করবেন? জেনে নিন।



এক তরুণী বিমানে করে মেলবোর্ন যাচ্ছিলেন। বিমানে সফরের সময় ব্যাটারিচালিত হেডফোন কানে গুঁজে গান শুনছিলেন। হঠাত্ই সেটা বিস্ফোরণ হয়। তরুণীর মুখ ও হাত পুড়ে যায়।

কিছু মাস আগের ঘটনা। হেডফোন বিস্ফোরণের কারণ অবশ্য জানা যায়নি। তবে এ ধরণের ঘটনা যে কারও সঙ্গে ঘটতে পারে। বিমানে উঠে অনেকেই হেডফোনে গান শোনেন, ট্যাবে গেম খেলেন, ভিডিও দেখেন। ফলে ওই তরুণীর মতো দুর্ঘটনার একটা প্রবল সম্ভাবনা থেকে যায় বলাই বাহুল্য।

তবে এ ধরনের ঘটনার শিকার যাতে না হতে হয়, তার জন্য কয়েকটি বিষয়ে আগাম সতর্ক থাকলেই হবে। সেগুলো কী একটু জেনে নেওয়া যাক।


No comments:

Post a Comment